আগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পঞ্চম প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তিগুলোতে ৭১৮ কোটি মার্কিন ডলার (পাঁচ হাজার কোটি ইউয়ান) বিনিয়োগের ঘোষণা দিয়েছে শাওমি। এই খাতে প্রতিযোগিতা বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক চিঠিতে বিনিয়োগের এই ঘোষণা দিয়েছেন শাওমি প্রধান লেই জুন– খবর বার্তাসংস্থা রয়টার্সের।
জুন বলেন, “এআইওটি এবং বুদ্ধিদীপ্ত জীবনে আমাদের যে চলমান অগ্রগতি রয়েছে, এটিকে পুরোপুরিভাবে বিজয়ে রূপান্তর করা উচিত এবং স্মার্ট যুগে আমাদের রাজমর্যাদা পোক্ত করা উচিত।”
এআই এবং ইন্টারনেট অফ থিংস-এর সমন্বয়কে একসঙ্গে এআইওটি হিসেবে উল্লেখ করেছেন শাওমি প্রধান।
আগের বছর প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল পাঁচ বছরে এআইওটিতে এক হাজার কোটি ইউয়ান বিনিয়োগ করা হবে। এবারে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার কোটি ইউয়ানে নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তুলনামূলক সস্তায় স্মার্টফোন বানানো দিয়ে প্রতিষ্ঠান শুরু করে বেইজিং-ভিত্তিক শাওমি। বর্তমানে স্মার্ট টিভি এবং রাইস-কুকারের মতো ইন্টারনেটভিত্তিক পণ্যও রয়েছে প্রতিষ্ঠানের।
স্থানীয় বাজারে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চরম প্রতিযোগিতাও রয়েছে শাওমির। তৃতীয় প্রান্তিকে চীনা স্মার্টফোন বাজারের ৪২ শতাংশ দখলে ছিল হুয়াওয়ের।
আগের বছর অক্টোবরে জুন ঘোষণা করেন ২০২০ সালে ১০টির বেশি ৫জি স্মার্টফোন বাজারে আনবে শাওমি।