নতুন বছরে স্মার্টফোনের ডিজাইনেও নতুনত্ব দেখা যাবে। এ বছর নচ ডিসপ্লের বদলে স্মার্টফোনে দেখা যাবে মোজাইক ডিসপ্লে।
প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসকারী টুইটার অ্যাকাউন্ট আইস ইউনিভার্স এ তথ্য জানিয়েছে। অ্যাকাউন্টটি থেকে দুটি ছবি ফাঁস করা হয়। ছবিতে দেখা যায়, মোজাইক ডিসপ্লেতে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে। নতুন ডিজাইনের ডিসপ্লেটির সঙ্গে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মিল থাকবে।
ছবির ক্যাপশনে দাবি করা হয়, পাঞ্চ-হোল ডিসপ্লের পরের ধাপে আসছে মোজাইক ডিসপ্লে।
২০২০ সালেই জানতে পারবেন কী নিয়ে কথা বলা হচ্ছে। কোন ব্র্যান্ডের স্মার্টফোনে এই ডিজাইন সবার প্রথমে দেখা যাবে তা জানানো হয়নি। স্ক্রিনে মোজাইক ডিসপ্লে যুক্ত হলে পাঞ্চ হোল ডিসপ্লে, নচ ডিসপ্লে ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ট্রেন্ড শেষ হয়ে যাবে। স্মার্টফোন নির্মাতাদেরকেও আর বেজেলহীন ডিসপ্লে তৈরিতে বেগ পেতে হবে না।