যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই যাতে ফোন তৈরি করা যায় তা নিশ্চিত করতে ‘প্ল্যান বি’ গ্রহণ করেছে চীনা মোবাইলফোন উৎপাদক প্রতিষ্ঠান শাওমি। হুয়াওয়ের মতো যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হলেও যেনো ব্যবসায় কোনো প্রভাব না পরে সেজন্যই এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শাওমির প্রোডাক্ট ম্যানেজার অ্যাবি গো।
সম্প্রতি গুগল হোম হাব থেকে শাওমিকে বিদায় করে দিয়েছে গুগল।
হুয়াওয়ে ও শাওমি ছাড়াও চীনা মোবাইলফোন উৎপাদক প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই যাতে ফোন তৈরি করা যায় সেই বিষয় নিয়ে কাজ করছে ।
প্ল্যান ‘বি’ অধীনে আয়ের একটি বড় অংশ বিনিয়োগ করছে সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদনকারী শাওমি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে আমরা খুব নিবিড়ভাবেই কাজ করছি। যেমন শাওমির ফোনে কোয়ালকমের চিপ এবং আইওটি ডিভাইসে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। ফলে হুয়াওয়েকে নিষিদ্ধ করার প্রভাব শাওমির উপর পরেনি।
ভবিষ্যতে তাদেরকে নিষিদ্ধ করা হলে প্ল্যান ‘বি’ অনুসরণ করা হবে। শাওমি তাদের আয়ের একটি অংশ বিনিয়োগ করছে সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদনকারী কোম্পানিতে।
“তবে ব্যবসায়িক কৌশলে শর্ত আরোপের সিদ্ধান্ত রাজনীতিবিদদের নেওয়া উচিত নয় বলে আমরা মনে করি”, যোগ করেন অ্যাবি গো।