এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মানুষের কাছে তুলনামূলক কম দামে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে গঠন করা বিশেষ একটি তহবিলের অংশীদার হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ তহবিলে ৫ কোটি ডলার ঋণ হিসেবে দিচ্ছে সংস্থাটি। এতে আরো অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। খবর জাপান টাইমস।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশির ভাগ দেশই দ্বীপরাষ্ট্র। এ কারণে এসব দেশে ইন্টারনেট অবকাঠামো নির্মাণ করাটা চ্যালেঞ্জিং। ব্যয়ও হবে তুলনামূলক বেশি। এ চ্যালেঞ্জের কারণে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের কাছে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সমস্যায় পড়তে হয়। ইন্টারনেট সেবা নিতে এ অঞ্চলের মানুষকে বাড়তি অর্থ গুনতে হয়।
এ সমস্যার সমাধানে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মানুষের কাছে স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট পৌঁছে দিতে চায় এডিবি ও জাইকা। এ প্রকল্পে ৫ কোটি ডলার ঋণ হিসেবে দিচ্ছে এডিবি। এ অর্থ পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ইন্টারনেট অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। ফলে স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে এ দ্বীপ দেশগুলোর মানুষ তুলনামূলক কম খরচে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, এ প্রকল্প ইন্টারনেট ব্যবহার করে শিক্ষামূলক সেবাগুলো আরো সহজলভ্য করবে। এসব সেবা মানুষের অংশগ্রহণ বাড়াবে। একই সঙ্গে তথ্য সেবায় প্রবেশাধিকার আরো সহজ করা ও এতে মানুষের অংশগ্রহণ বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক পরিবেশ তৈরি, আঞ্চলিক অর্থনীতিকে চাঙ্গা করা, জরুরি পরিস্থিতিতে নেটওয়ার্কের ধারাবাহিকতা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি সুবিধা দেবে।
চুক্তির আওতায় এডিবি ও জাইকার অর্থায়নে ক্যাসিফিক ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারন্যাশনাল লিমিটেড একটি স্যাটেলাইট নির্মাণ করবে। এর নাম হবে ক্যাসিফিক-১। এ হাইথ্রুপট স্যাটেলাইট নির্মাণ, মহাকাশে উেক্ষপণ ও পরিচালনার কাজ শুরুর জন্য এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হয়েছে।