মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির সমর্থনে দেওয়া সকল পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতেই অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এসব পোস্ট মুছে ফেলছে।
এ বিষয়ে আমারিকান সংবাদ মাধ্যম সিএনএন ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, “আমরা মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ক আইনগুলো অনুসরণ করে থাকি, যেখানে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এবং এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর আছে।”
তবে এই পদক্ষেপের সমালোচনা করে ইরান সরকারের মুখপাত্র আলী রাবেইবি ফেসবুকের এ সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন।
টুইটার বার্তায় তিনি লিখেছেন, “সোলেইমানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি নিরপরাধ দেশের প্রতিবাদকে ব্লক করে দেয়া হচ্ছে। আর মূল সন্ত্রাসী দেশকে কথা বলার সুযোগ করে দেয়া হয়েছে।”