এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জের স্মার্টফোনের জন্য নতুন তিনটি চিপসেট উন্মোচন করেছে কোয়ালকম। এগুলো হলো- স্ন্যাপড্রাগন ৭২০জি, স্ন্যাপড্রাগন ৬৬২ এবং স্ন্যাপড্রাগন ৪৬০। খবর জিএসএমএরিনা।
আগে ৭৬৫জি চিপসেটের প্রায় সকল এলিট গেমিং ফিচার থাকবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেটে, সাথে থাকছে এইচডিআর সাপোর্ট, ডায়নামিক কালার রেঞ্জ এবং হাই-কোয়ালিটি সিনক্রোনাইজড সাউন্ড।
স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটটি ট্রিপল ক্যামেরা সমর্থন করবে, যা হবে কোয়ালকমের ৬-সিরিজ চিপসেটের মধ্যে প্রথম যার এমন ফিচার রয়েছে।
স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেটটি সবথেকে বেশি সাশ্রয়ী, কিন্তু এর সিপিইউ এবং জিপিইউ পারফরমেন্স আগের ৪ সিরিজ চিপসেটের থেকে বাড়ানো হয়েছে।