গত বছর চীনে ফোরজি ও ফাইভজি সংস্করণে রেডমি কে৩০ ফোন উন্মোচন করেছিল শাওমি। ‘রেডমি কে৩০ ফোরজি’র নাম বদলে ‘পোকো এক্স২’ নামে স্থানীয় বাজারের বাইরে প্রথম ভারতে ডিভাইসটি উন্মোচন করা হয়েছে।
চীনভিত্তিক শাওমির সাব-ব্রান্ড পোকো। গত বছর প্যারেন্ট কোম্পানির ছত্রছায়া থেকে বেরিয়ে পৃথক ব্র্যান্ডের তকমা পেয়েছিল পোকো, যা এখন স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচালিত হচ্ছে। স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশের পর এটাই পোকোর প্রথম স্মার্টফোন। এর আগে ২০১৮ সালে পোকোর প্রথম স্মার্টফোন ‘পোকো এফ১’ বাজারে এসেছিল।
পোকো এক্স২ স্মার্টফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেলের সরি আইএমএক্স ৬৮৬ সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা ও ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ২০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ব্যবহূত হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি পোকোর নিজস্ব এমআইইউআই ১১তে চলবে ডিভাইসটি। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসংবলিত ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।