গ্রাহকদেরকে প্রিভিউ অটোপ্লে ফিচার বন্ধ করার সুযোগ দিচ্ছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে কনটেন্ট স্ক্রল করার সময় এগুলোর প্রিভিউ প্লে হতে থাকে, যা অনেক গ্রাহকের কাছেই বিরক্তিকর। এবার ফিচারটি বন্ধ করার অপশন যোগ করেছে নেটফ্লিক্স।
শুধু প্রিভিউ অটোপ্লে বন্ধ করা নয় গ্রাহক যে সিরিজটি দেখছেন তার পরবর্তী এপিসোড নিজে নিজেই যাতে চালু না হয় তাও ঠিক করে দিতে পারবেন গ্রাহক।
২০১৪ সালে সিরিজের এপিসোডে অটোপ্লে ফিচার চালু করে নেটফ্লিক্স। যদিও এবারের নতুন সেটিংটি বিশেষভাবে হোমপেইজের অটোপ্লে প্রিভিউ বিষয়ে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
অটোপ্লে ফিচারটি বন্ধ করতে রেডিটে আলোচনা, ইউটিউবে ভিডিও এবং টুইটার পোস্ট করেছেন বিরক্ত গ্রাহকরা।
একজন গ্রাহক এই ফিচারটিতে এতোটাই বিরক্ত ছিলেন যে নেটফ্লিক্সকে এটি বন্ধ করার আহ্বান জানাতেই পুরো একটি টুইটার অ্যাকাউন্ট বানিয়েছেন তিনি।
নেটফ্লিক্সে লগইন করে ম্যানেজ অ্যাকাউন্ট অপশন থেকে অটোপ্লে বন্ধ করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।