ডিজিটাল সেবা দেয়ার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি শিল্পখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পিপিআরকে গুরুত্ব দিয়ে প্রকিউরমেন্ট করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেবল সেবা উদ্ভাবন নয় তা বাস্তাবায়নের পর তা দেখাশোনার জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছে। সরকারি প্রতিটি ক্ষেত্রে দেশী সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ষোড়শ বেসিস সফট এক্সপো উপলক্ষে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি প্রোসপেক্ট ফর ডিজিটাল সার্ভিসেস ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক সেমিনারে এই প্রস্তাবনা তুলে ধরা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ টু আই এর চিফ স্ট্রাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এ এনএম জিয়াউল করিম।
বক্তব্য রাখেন বেসিসের প্রাক্তন সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও পরিকল্পনা কমিশনের সচিব রুহুল আমিন।