ব্যবহারকারীর ওপর নজরদারির কার্যক্রম পরিচালনায় ব্যবহূত হচ্ছে মেসেজিং অ্যাপ টুটক। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্লে স্টোর থেকে টুটক সরিয়েছে গুগল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অ্যাপটি প্লে স্টোর থেকে সরানো হলো।
টুটক মেসেজিং অ্যাপের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার নজরদারির কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের অভিযোগ আমলে নিয়ে গত ডিসেম্বরে একযোগে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে টুটক অ্যাপ সরানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, টুটক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথন, পাঠানো ছবি, দৈনন্দিনের গতিবিধি, কারো সঙ্গে দেখা করার তারিখসহ সব ধরনের তথ্য ট্র্যাক করা হচ্ছে। নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি যোগাযোগ অ্যাপ টুটক।