দীর্ঘ ২২ বছরের জিপির অডিট সম্পন্ন করে বিটিআরসি ১২ হাজার ৫৮০ কোটি টাকা জিপির নিকট পাওনা দাবি করে। যারা প্রেক্ষিতে জিপি এ অডিটের বিপরীতে আদালতে মামলা করে। সর্বশেষ গত বৃহস্পতিবার আপিল বিভাগ জিপিকে ১ হাজার কোটি টাকা সোমবারের মধ্যে পরিশোধের নির্দেশ প্রদান করেন। আজ জিপি আদালতের নির্দেশনা মেনে ১ হাজার কোটি টাকা কমিশনের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে। আমরা জিপিকে আদালতের নির্দেশ মানায় ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে কমিশন যে সক্ষমতা দেখিয়েছে তা সত্যিই অতুলনীয়। বর্তমান কমিশন এই সক্ষমতার কারণে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, এর মাধ্যমে কমিশন ও জিপির মধ্যে সকল অমীমাংসীত সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে জিপির প্রতি আমাদের আহ্বান থাকবে গ্রাহকরা যাতে সর্বোচ্চ সেবা পান। কমিশনেরও নিশ্চিত করতে হবে প্রদেয় অর্থের খেসারত যাতে কোন ভাবেই গ্রাহকদের না ভোগ করতে হয়।