ভারতীয় ব্যবসায়ী নেতাদের অন্তর্ভুক্তিমূলক প্রাযুক্তিক সক্ষমতা তৈরিতে জোর দেয়ার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। গতকাল বেঙ্গালুরুতে মাইক্রোসফটের ফিউচার ডিকোডেড সিইও সামিটে বক্তব্য দেয়ার সময় তিনি এ আহ্বান জানান। তিনদিনের ভারত সফরের প্রথম দিনে নাদেলা এ ইভেন্টে অংশ নেন।
তিনি বলেন, ভারতীয় সিইওদের নিজস্ব প্রাযুক্তিক সক্ষমতা তৈরি করা উচিত এবং এটা নিশ্চিত করা দরকার যে এর সুবিধা হবে অন্তর্ভুক্তিমূলক।
নাদেলা বলেন, গত দশকে বেশকিছু সংযোগকারীর উত্থান দেখা গেছে। তবে সংযোগকারীরাই পর্যাপ্ত নয়। আমাদের এটা নিশ্চিত করা দরকার যে ডিজিটাল হস্তক্ষেপে উৎপাদন আরো সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় সফটওয়্যার প্রকৌশলীদের ৭২ শতাংশ কাজের জন্য ভারতের বাইরের প্রযুক্তি খাতের ওপর নির্ভরশীল।