ভারতে এল অপো এ৩১(২০২০)। ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল অপো। ২৯ ফেব্রুয়ারি ভারতে এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে রয়েছে মিডিয়া টেক হেলিও পি৩৫ চিপসেট, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলপিএস ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
অপো এ৩১(২০২০) স্পেসিফিকেশন
অপো এ৩১(২০২০) -এ রয়েছে ৬.৫ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়া টেক হেলিও পি৩৫ চিপসেট, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। সঙ্গে রয়েছে ৪২৩০ ব্যাটারি।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।