শীঘ্রই বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২১। চারটি রিয়ার ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি রিয়ারর ক্যামেরার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের বাঁ দিকে উপরে হোল-পাঞ্চ থাকবে। এর নীচে থাকবে সেলফি ক্যামেরা।
অ্যান্ড্রয়েড হেডলাইনস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গ্যালাক্সি এ২১-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে ক্লোজ আপ ছবি তোলার জন্য থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা।
রিপোর্টে আরও জানানো হয়েছে এই ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সঙ্গে এই ফোনের সামনে ও পিছন থেকে ছবি প্রকাশিত হয়েছে।
ছবিতে এই ফোনের উপরে ও দুই পাশে পাতলা বেজেল থাকলেও ডিসপ্লের নীচে চওড়া বেজেল চোখে পড়েছে।
এই ফোনে এক্সনস ৭৯০৪ চিপসেট থাকতে পারে। সঙ্গে থাকতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
একই সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে গ্যালাক্সি এ১১। যদিও কবে এই দুই ফোন লঞ্চ হবে জানায়নি স্যামসাং।