করোনাভাইরাসের কারণে বাংলাদেশে স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান বাতিল করেছে রিয়েলমি। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ইভেন্ট বাতিল হওয়ার খবর জানিয়েছে।
করোনাভাইরাসের কারণে দেশের প্রযুক্তিখাতে এবারই প্রথমবারের মতো কোনো পাবলিক ইভেন্ট বাতিল হলো।
মার্চের ১৩ তারিখে রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের নতুন দুটি স্মার্টফোন দেখাবে বলে জানিয়েছিল রিয়েলমি। কিন্তু করোনাভাইরাস প্রেক্ষাপটে পাল্টে গেছে এই চিত্র। আয়োজনটি ‘ডিজিটাল-অনলি’ করার সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক পোস্টে রিয়েলমি জানিয়েছে, করোনাভাইরাসে প্রকোপে বাংলাদেশে পাবলিক ইভেন্টের পরিবর্তে অনলাইনে নতুন ফোন দুটি লঞ্চ করা হবে মার্চের ১৪ তারিখে।
আগামী ১৩ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কে পাবলিক ইভেন্টের মাধ্যমে দেশের বাজারে নতুন দুই স্মার্টফোন- রিয়েলমি ৫আই এবং রিয়েলমি সি২ উন্মোচনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে এসে রিয়েলমি আগামী ১৪ মার্চ দেশে প্রথমবারের মতো অনলাইনে প্রোডাক্ট লঞ্চিং ইভেন্ট আয়োজন করবে বলে জানিয়েছে।