বিশ্বের শতাধিক দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চাপে পড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের ভয়াবহতার কারণে একদিকে ডিভাইস উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নতুন ডিভাইসগুলো আশানুরূপ বিক্রি হচ্ছে না।
সম্প্রতি বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোন বিক্রিতে শ্লথগতি দেখা গেছে। ডিভাইসটি বাজারে আসার দিন মোটে ৭০ হাজার ৮০০ ইউনিট বিক্রি হয়েছে, যা এস সিরিজের আগের সংস্করণের উন্মোচনের দিনের বিক্রির চেয়ে প্রায় অর্ধেক। গত বছর বাজারে আসা গ্যালাক্সি এস১০ সিরিজের ডিভাইস উন্মোচনের দিন ১ লাখ ৪০ হাজার ইউনিট বিক্রি ছাড়ায়। গ্যালাক্সি এস২০ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস বিক্রিতে শ্লথগতি স্যামসাংয়ের রাজস্ব আয়ে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।
শুধু ডিভাইস বিক্রিতেই নয়; দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের স্মার্টফোন উৎপাদন কারখানায় করোনাভাইরাস আক্রান্ত কর্মী শনাক্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। সামগ্রিকভাবে চলতি প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।