নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতে গুগলের ব্যাঙ্গালুরু অফিসের এক কর্মী। প্রতিষ্ঠানের সব কর্মীকে বাসা থেকে কাজ করতে বলেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের ব্যাঙ্গালুরু অফিসের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। লক্ষণ দেখা দেওয়ার আগে ব্যাঙ্গুলুরু অফিসে কয়েক ঘন্টা ছিলেন তিনি।”
করোনাভাইরাস শনাক্ত করার পর থেকেই আলাদাভাবে পর্যবেক্ষণে (কোয়ারেন্টিন) রাখা হয়েছে ওই কর্মীকে। যেসব কর্মী আক্রান্ত ব্যক্তির নিকট সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে এবং স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে– খবর আইএএনএস-এর।
গুগলের পক্ষ থেকে জানানো হয়, “সতর্কতার জন্য ব্যাঙ্গালুরু অফিসের সব কর্মীকে শুক্রবার বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।”
এর আগে ভারতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সফটওয়্যার নির্মাতা মাইন্ডট্রি এবং ডিল ইন্ডিয়ার এক কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরই তাদের দেহে রোগের সংক্রমণ ধরা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী বি. শ্রীরামুলু নিশ্চিত করেছেন প্রদেশটির উত্তরাঞ্চলের কালাবুর্গির ৭৬ বছর বয়সী এক ব্যক্তি এই রোগে মারা গেছেন।
ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির তথ্যমতে এ যাবৎ দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ৭৬ জন।