মোবাইল ফোনের দাম বাড়ছে। মোবাইল ফোনের উপর জিএসটি (পণ্য পরিষেবা কর) ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করল জিএসটি কাউন্সিল। ভারতে আগামী ১ এপ্রিল থেকে এই নতুন হারের কর কার্যকর করা হবে। শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি বাড়ানোর ফলে মোবাইল ফোনের দাম বাড়বে। এতে সাধারণের হয়রানি বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শনিবার দিল্লিতে ৩৯ তম জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকেই মোবাইল ফোনের উপর পণ্য পরিষেবা কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমানের রক্ষণাবেক্ষণ মেরামতির পরিষেবায় জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।