গুগলে একের পর এক যোগ হচ্ছে চমকপ্রদ ফিচার। ‘এক্সপ্লোর ডিশেস’ নামে একটি অপশন যোগ করা হয়েছে গুগল ম্যাপসে। এ ফিচার ব্যবহার করে রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় মেনুর হদিস পাওয়া যাবে। দেখা যাবে সেসব খাবারের ছবিও।
গুগল জানিয়েছে, ম্যাপস ইন্টারফেসে নতুন ‘এক্সপ্লোর ডিশেস’ অপশন যোগ হয়েছে। নতুন এ ফিচার রেস্তোরাঁর জনপ্রিয় খাবারগুলো শনাক্ত করতে, নতুন মেনুর সচিত্র সন্ধান দিতে সহায়তা করবে। এছাড়া বিদেশি মেনুকেও অনুবাদ করে দেবে। জানা গেছে, এখন শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পরবর্তীতে আইওএস-এও এটি ব্যবহার করা যাবে।
এছাড়াও গ্রাহকদের জন্য সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্টে দুর্দান্ত এক ফিচার যোগ হয়েছে। নতুন ফিচারে আপনাকে পুরো ওয়েবসাইট পড়ে শোনাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্মার্টফোন ব্রাউজারে যে কোনো ওয়েবসাইট ওয়েন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে পড়ে শোনানোর অনুরোধ করলেই সেই ওয়েবসাইট পড়ে শোনানো হবে।