করোনা মোকাবেলায় বিশ্বের সব বিং( ওয়েব অনুসন্ধান ইঞ্জিন) ইউসারদের জন্য ট্র্যাকার সিস্টেম নিয়ে এসেছে মাইক্রোসফট। বিশ্বের সব দেশের করোনা পরিস্থিতি এখন জানা যাবে সার্চ ইঞ্জেন বিং এর মাধ্যমে।
বিং ব্রাউজারের সাহায্যে করোনায় বিশ্বে এ পর্যন্ত কত জন মারা গেছে, আক্রান্ত রোগীর সংখ্যা, সম্ভাব্য করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা সবই জানা যাবে। নির্দিষ্ট সাইটে গেলে সহজেই খুঁজে পাওয়া যাবে করোনা সম্পর্কিত তথ্য। এছাড়া বিং এর নিজস্ব সাইটে করোনা সম্পর্কিত প্রতিটি দেশের আলাদা তথ্য আছে। ব্রাউজ করলেই নিজের এলাকার করোনা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। উদাহরণস্বরুপ আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন তবে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যের করোনায় পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। তবে দুঃখের বিষয় হলো মানুষ যখন যে এলাকায় থাকবেন শুধুমাত্র সেখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে তথ্য জানা যাবে।
ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেন্টেশন , ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেন্টেশন এন্ড কন্ট্রোলের দেওয়া তথ্যেরে ভিত্তিতে মানুষকে জানানো হবে করোনার অবস্থা। বিং এর সাথে পাল্লা দিয়ে কাজ করছে গুগল। করোনার সর্বশেষ তথ্য দিয়ে মানুষকে সাহায্য করতে পিছিয়ে নেই সর্বাধিক জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।