চুপিচুপি নতুন ফোন লঞ্চ করলো স্যামসাং। এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি এ ১১। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। এরআগে কোম্পানি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসাবে
গ্যালাক্সি এম ১১ লঞ্চ করেছিল। এদিকে কোম্পানি গ্যালাক্সি এ ১১ এর দাম এখনও জানায়নি। আসুন এই ফোনটির স্পেসিফিকেশন জেনে নিই।
স্যামসাং গ্যালাক্সি এ১১ ফিচার :
- ফোনটিতে পাবেন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে।
- ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল।
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ১৩+৫+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- ১.৮ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর।
- ২ জিবি ও ৩ জিবি র্যাম।
- ৩২ জিবি স্টোরেজ।
- ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
- ১৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।