আইফোন ১১ এর ব্যাপক জনপ্রিয়তার কারণে অ্যাপল ভারতে ৫৫ শতাংশ তাদের বিক্রি বাড়ালো। আপনাকে জানিয়ে রাখি এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০ এর উপর। এছাড়াও এই রিপোর্টে পরিষ্কার যে, করোনা ভাইরাসের কারণে যেখানে সমস্ত কোম্পানি ধুঁকছে, সেখানে অ্যাপল আইফোন বিক্রির উপর এর কোনো প্রভাব পড়েনি।
যদিও কোম্পানির তরফে বলা হয়েছে, ভাইরাসের দেখা না মিললে হয়তো বিক্রি আরও বাড়তো। এছাড়াও এর প্রভাব মার্চ মাসে পড়তে পারে। এদিকে রিপোর্টে দেখা গেছে, গ্রাহকরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ব্যাপকহারে যেমন আইফোন ১১ কিনেছে, সমান তালে আইফোন এক্সআর ও কেনার আগ্রহ দেখিয়েছে।
অ্যাপল আইফোনের বিক্রি বাড়ার পিছনে যে কারণগুলি উঠে এসেছে সেগুলি হলো, কোম্পানি ভারতেই তাদের ফোন তৈরির উপর জোর দিয়েছে। এছাড়াও মাঝে মাঝেই ফোনগুলির দাম কমানো। যেমন কিছুদিন আগে কেবল ৩৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছিলো আইফোন এক্সআর।