করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন। আর লকডাউনের মধ্যেই প্রায় সব জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে স্মার্টফোনে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ১ এপ্রিল থেকে স্মার্টফোনে নতুন জিএসটি প্রযোজ্য হয়েছে। তাই তড়িঘড়ি স্মার্টফোনের দাম বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি। একই পথে হেঁটে দামি হয়েছে বিভিন্ন রিয়েলমি স্মার্টফোন।
সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি৬ ও রিয়েলমি৬ প্রো এর দাম বেড়েছে ১ হাজার টাকা। ৪জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজে রিয়েলমি৬ কিনতে ১৩.৯৯৯ টাকা খরচ হবে। ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা খরচ হবে। রিয়েলমি৬ প্রোর দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। কোম্পানি জানিয়েছে ২০১৮ সালের পরে এই প্রথম স্মার্টফোনের দাম বাড়াল কোম্পানি।
জানুয়ারিতে লঞ্চ হওয়া রিয়েলমি৫ আই এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। গত মাসে লঞ্চ হওয়া রিয়েলমি সি৩ এর দাম ৫০০ টাকা বেড়ে হয়েছে ৭৪৯৯ টাকা। রিয়েলমি এক্স২ র দাম ১ হাজার টাকা বাড়লেও রিয়েলমি এক্স২ প্রোর দাম বাড়েনি। যদিও রিয়েলমি৫, রিয়েলমি৫এস, রিয়েলমি৫ প্রো, রিয়েলমি এক্স ও রিয়েলমি এক্সটির দাম ১ হাজার টাকা বাড়িয়েছে চিনের কোম্পানিটি।