টেক জায়ান্ট গুগল নতুন করে আরো ১৬ দেশের জন্য অ্যানড্রয়েড অটো প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে। এ নিয়ে মোট ৩৪ দেশে উন্মুক্ত হলো সেবাটি।
নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো- অস্টিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও যুক্তরাজ্য।
অ্যানড্রয়েড অটো হচ্ছে গুগলের একটি মিরর সার্ভিস, যেটির মাধ্যমে গাড়ির মনিটরে মোবাইলের স্ক্রিন ব্যবহার করা যায়। ওয়্যারলেস ফিচারটি ব্যহারের জন্য গাড়ি ও ফোন ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়। যারা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য এই সেবাটি খুবই গুরুত্বপূর্ণ।
পিক্সেল ডিভাইস, গ্যালাক্সি এস৮, এস৯, এস১০, নোট ৮, নোট ৯ ও নোট ১০—ডিভাইসগুলোতে পাওয়া যাবে এই সেবা।