স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে দুশ্চিন্তা থাকে চার্জ নিয়ে। তাই স্মার্টফোনে দ্রুত চার্জিং সিস্টেমও এনেছে প্রতিষ্ঠানগুলো। ১০ মিনিট চার্জ দিতে পারলেও অনেকক্ষণ নানা কাজ চালিয়ে নেয়া যায়। কিন্তু চার্জ শেষে চার্জার কি সকেটে লাগিয়ে রাখা উচিত? প্রশ্নটা অনেকেরই।
ধরুন আপনার দেয়ালের সকেটে একটি মোবাইল চার্জার লাগানো রয়েছে, কিন্তু সেখানে ডিভাইস কানেক্টেড নেই। সেক্ষেত্রে চার্জারটি লাগিয়ে রাখলেও সমস্যা নেই। তবে বজ্রপাত, বৈদ্যুতিক গোলযোগ বা ভোল্টেজ আপডাউনের সমস্যা থাকলে চার্জার খুলে নেয়াই ভালো। কারণ এতে আপনার চার্জার ক্ষতিগ্রস্থ হতে পারে।
অনেকের প্রশ্ন, সকেটে চার্জার লাগিয়ে রাখলে কতটুকু বিদ্যুৎ খরচ হতে পারে? এক গবেষণার তথ্য, আইফোনের চার্জার প্রতিমাসে ১৩০ ওয়াট বিদ্যুত কনজিউম করে। ফলে একবছর শুধু সকেটে চার্জার লাগিয়ে রাখলে, ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
ফোন চার্জ দেয়ার পরও চার্জার সকেটে রাখার বিষয়টি নিয়ে অনেক তর্ক-বিতর্ক শোনা যায়। তবে বিষয়টি নিয়ে এতো আলোচনার কিছুই নেই। প্রয়োজন ছাড়া চার্জার খুলে রাখাই ভালো।