দ্রুত গতিতে চার্জের জন্য ১২৫ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এলো রিয়েলমি। স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে চীনা প্রতিষ্ঠানটিই সর্বপ্রথম এ অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে।
অত্যাধুনিক এ প্রযুক্তিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ফাইভ-জি স্মার্টফোনে ৩৩ শতাংশ পর্যন্ত চার্জ হবে মাত্র ৩ মিনিটে। যা দিয়ে বেশ কয়েক ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করা যাবে। ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তি অধিক কার্যকরী এবং এটি সব ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিগুলোর মধ্যে নেতৃস্থানীয় সমাধান।
ফাস্ট চার্জিং সাধারণত প্রচুর তাপ তৈরি করতে পারে, ফলে ব্যাটারি দ্রুত গতির চার্জিং একটি চ্যালেঞ্জ। ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং এর মাধ্যমে মাত্র ১০-১৩ মিনিটের মধ্যে পুরোপুরি চার্জে সক্ষম। পাশাপাশি স্মার্টফোনে মিলবে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।
যারা টানা অনেক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য কম শক্তিশালী ব্যাটারি কার্যকরী নয়। যেহেতু স্বল্প মেয়াদে ব্যাটারি শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বড় অগ্রগতি সাধন প্রায় অসম্ভব, তাই দীর্ঘস্থায়ী ব্যাটারির গ্যারান্টি দেয়ার সবচেয়ে কার্যকর উপায় হয়ে দাঁড়িয়েছে ডার্ট চার্জিং প্রযুক্তি।