গায়ক ঠিকই বলেছেন। মানুষ আসলে রঙিন ফানুস৷ পৃথিবীতে হরেক রকমের মানুষ রয়েছে৷
আমার কথা তুমি কতটা যুক্তিপূর্ণ তা আমার জানা নেই৷ তবে আমার মতে মানুষের নাম মানুষের ধরন এবং মানুষের বৈশিষ্ট্য গুলো কে প্রকাশ করে৷ মানুষের নামের মতোই একটি ওয়েবসাইটের নাম অথবা একটি ওয়েবসাইটের ডোমেইন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ৷
আমরা স্বভাবতই বলি, নামে কি আসে যায়? মানুষ অথবা অন্য কোন জীবের নামের ক্ষেত্রে ব্যাপারটা তেমন হলেও একটি ওয়েবসাইটের ক্ষেত্রে সেটি মোটেও সত্য নয়৷ বরং ওয়েবসাইটের ডোমেইন অথবা ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের গুরুত্ব কে বোঝায়৷ এটি বোঝায় আপনার সাইট কোন বিষয় কে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং এটি মানুষকে কোন ধরনের সেবা সরবরাহ করবে। আজকের আর্টিকেলে আমরা আপনার সাথে আলোচনা করতে চলেছি আপনার সাইটের জন্য একটি ডোমেইন নেম নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে৷
শুরুতেই আমাদের জানতে হবে , ডোমেইন নেম কি?
ভিজিটর অথবা গ্রাহকদের সাথে ওয়েবসাইটের সম্পর্ক স্থাপন করার একমাত্র রাস্তা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নাম হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা বা ইউ আর এল৷ আপনার বাড়ির যেমন একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে তেমনি আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে ব্যাপারটা স্বাভাবিক । এবং সেটিকেই বলা হয় ডোমেইন নেইম।
যেমন আমাদের সাইটের ডোমেইন নেম techzoom.tv
কেমন ডোমেইন নাম নির্বাচন করা খুব জরুরি?
খুব একটা স্টাইলিশ অথবা স্মার্ট নয় বরং আপনার ওয়েবসাইটের জন্য একদম সাবলীল এবং ছোট্ট ডোমেইন নাম নির্বাচন করুন৷ যেটির সাথে আপনার ওয়েবসাইটের নিসের সাদৃশ্য বজায় থাকবে৷ এবং মানুষের টাইপ করতে যেন অসুবিধা না হয় এবং যাতে আপনার ওয়েবসাইটে খুঁজে পেতে বেশি বেগ পেতে না হয়৷
ডোমেইন নেম তো হল৷ কিন্তু কোন ধরনের এক্সটেনশন সিলেক্ট করা প্রয়োজন?
এটা অনেকাংশে নির্ভর করে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর উপর৷ তবে আমি পরামর্শ দেবো অধিকাংশ ক্ষেত্রে ডটকম ডোমেইন সিলেক্ট করুন । এছাড়াও ডট ইনফো, ডট অরগানাইজেশন এ ধরনের অনেক এক্সটেনশন রয়েছে । যদি আপনি আপনার ওয়েবসাইট থেকে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আমি পেইড এবং টপ লেভেল ডোমেইন এবং এক্সটেনশন নির্বাচন করার পরামর্শ দেব৷
কিওয়ার্ড এবং নিজের ওপর ভিত্তি করে ওয়েবসাইটের ডোমেইন নেম নির্বাচন করুন!
সবসময় খেয়াল রাখবেন আপনার ওয়েবসাইটের দু-একটা কিওয়ার্ড যেন আপনার ডোমেইন নেমের সাথে সাদৃশ্যপূর্ণ থাকে৷ এবং অবশ্যই নিসের ব্যাপারে খেয়াল রাখবেন৷ এটি আপনার সাইটকে অ্যালেক্সা রেংকিং এর উপরের দিকে নিয়ে আসতে সহায়তা করবে৷ এবং আপনার ভিজিটররা আপনার সাইটের নাম দেখে অনুমান করতে পারবে আপনার সাইটটি কোন নিসের।
আপনার ডোমেইন নেমটি যতটুকু সম্ভব ছোট রাখার চেষ্টা করুন!
যখন আপনার সাইটটি আপনার ভিজিটররা তাদের ব্রাউজারে ব্লাউজ করবে তখন খেয়াল রাখবেন তারা যেন বিরক্ত না হয়৷ সুতরাং সব সময় চেষ্টা করুন আপনার ডোমেইন নেমটি যতটুকু সম্ভব ছোট রাখার৷ বড় ডোমেইন নেম যত সাবলীল এবং যুক্তিসঙ্গত হোক না কেন তা সরাসরি ব্রাউজারে ব্রাউজ করতে গেলে স্বভাবতই ভিজিটররা খুবই বিরক্ত বোধ করে৷ এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি । সংখ্যা অথবা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকুন৷ এগুলো আপনার ভিজিটরদের আরো বিরক্ত করতে পারে৷ আমরা অনেক সময় কাংক্ষিত ডোমেইন নেমটি না পেয়ে ধরনের কাজ করে থাকি৷ এতে যেমন ভিজিটরদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়৷ অপরদিকে আপনার সাইটে ভিজিটর দের কাছে রিচ হতে বেশ সময় নেয়৷
ভালো ডোমেইন কোম্পানি থেকে ডোমেইন ক্রয় করবেন।
এটা খুবই গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে আপনি যদি একজন বিগেইনার হয়ে থাকেন৷ তবে একটা কথা আছে, সস্তার বারো অবস্থা!
সুতরাং সব সময় চেষ্টা করবেন একটু ভালো মানের এবং উচ্চমূল্য দেখে ডোমেইন নেম ক্রয় করার চেষ্টা করুন৷ তবে দিন শেষে সবকিছুই আপনার হাতের অবস্থার উপর নির্ভর করে।