বহুল প্রতীক্ষার পরে স্যামসাং নিয়ে এলো এস ২১ আল্ট্রা। মোবাইল ফোনটি বিশেষভাবে তৈরী হয়েছে, যার অত্যাধুনিক ডিজাইন ও আকর্ষনীয় রং যা যে কাউকে মনোমুগ্ধ করে।
চলুন মোবাইলটির ডিসপ্লে সম্পর্কে আলোচনা করা যাক:
স্যামসাং এস ২১ আল্ট্রা মোবাইল ফোনটির ডিসপ্লে ২ গুন শক্তিশালী টাচস্ক্রিন এবং অটোফোকাস সহযোগী থ্রিডি সেন্সর। স্যামসাং এস ২১ আল্ট্রা ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ১৪৪০* ৩২০০। ভিডিও কন্টেন্ট এ ৬০ এফ পি এস দিয়েছে। পিক্সেল ডেনসিটি ৫১১। এটি একটি উন্নতমানের ডিসপ্লে। ইউটিউব ও নেটফ্লিক্স এ এইচ ডি রেজুলেশনে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
মোবাইলটিতে সিংগেল সিম ন্যানো ও ডাবল সিম ন্যানো ব্যাবহার করা যাবে। সামনে রয়েছে গরিলা গ্লাস ৬ এবং পেছনে রয়েছে গরিলা গ্লাস ৫। অ্যালুমিনিয়াম ফ্রেমে বডি গঠিত। মোবাইলটির ওজন মাত্র ২২২ গ্রাম।
এবার আলোচনা করা যাক হার্ডওয়্যার সেকশন নিয়ে:
এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে ৭ ন্যানোমিটার প্লাসের এক্সিনস ৯৯০ প্রসেসর (গ্লোবাল ভার্সন) এবং ৭ ন্যানোমিটার প্লাসের কুয়ালকোম স্ন্যাপড্রাগোন ৮৬৫ প্রসেসর(ইউ এস ভার্সন)। এই মোবাইলের আগে খুব কম মোবাইলে এই চিপসেট ব্যাবহার করা হয়েছে। মোবাইলটির জি পি ইউ হিসেবে ব্যাবহার করা হয়েছে মালি- জি ৭৭ (গ্লোবাল) ও আড্রিনো ৬৫০ (ইউ এস)। আশা করা যাচ্ছে এই চিপসেট থেকে খুব ভাল একটি গেম এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এবার আলোচনা করা যাক মোবাইলটির ক্যামেরা সম্পর্কে :
এবার ৪ টি নয় ৫টি পেছনের ক্যামেরা ১ টি সেলফি ক্যামেরা তৈরী করেছে ফোনটি। ফোনটির সেলফি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল ও পেছনে রয়েছে বড় মেগাপিক্সেল এর ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল এর। মোবাইলটির ক্যামেরার ডিজাইন গুলো দেখতে মন্দ না।
এবার আলোচনা করা যাক মোবাইলটির অপারেটিং সিস্টেম নিয়ে:
মোবাইলটির ১২০ হার্জ এর এয়ার রিফ্রেশ অপশন আছে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০.০ ব্যাবহার করা হয়েছে। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি রম রয়েছে, আরো রয়েছে ৫০০০ এম এ এইচ ব্যাটারি। ওয়্যারলেস চার্জিং সহ ফাস্ট ব্যাটারি চার্জিং ৪৫ ওয়াট ইউএসবি পাওয়ার ডেলিভারি ৩.০। আলোচিত মোবাইলটির ১০০ ভাগ চার্জ নিতে সময় নিবে মাত্র ৭৪ মিনিট। সিকিউরিটি হিসেবে রয়েছে ফিংগার লক, ফেস লক সহ আরো অনেক কিছু।
বাংলাদেশের মার্কেট এখনো ফোনটির মূল্য তালিকা প্রকাশ করেনি। আশা করা যাচ্ছে স্যামসাং এস ২১ আল্ট্রা মোবাইল ফোনটি চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে মার্কেট এ পাওয়া যাবে।