এবার জাতীয় নিরাপত্তা নম্বরে যুক্ত হলো হ্যাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো গুজব ও মিথ্যা প্রচারণা ঠেকাতে এই ৯৯৯ নম্বর চালু করেছে সরকার।
আইসিটি বিভাগের উদ্যোগে প্রস্তুত এই নম্বরটি পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ।
এদিকে ৯৯৯ ফোনে মিথ্যা বা বিভ্রান্তিকর কল ঠেকাতেও উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, ইতোমধ্যেই ৯৯৯ এর মাধ্যমে তিন বছর পূর্তির আগেই ২ কোটি ৫২ কোটি সেবা দেয়া সম্ভব হয়েছে। এখন‘ডিপার্টমেন্ট অব ৯৯৯ বা ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস’ গঠনের সময় এসেছে। আর ৯৯৯-এ অপ্রোয়জনী কল ঠেকাতে ইউরোপ-আমেরিকার মতো অর্থদণ্ডের অধীনে নেয়া আসা দরকার।