জেড টি ই একটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড। জেড টি ই এ ৭ এস ২০২০ মোবাইল ফোনটি জার্মানিতে চালু হয়ে গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে ও সাথে রয়েছে ৩ জিবি র্যাম ।
চলুন কথা না বাড়িয়ে মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক:
প্রথমে বলা যাক ডিসপ্লে নিয়ে। জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে + ৭২০*১৫৬০ পিক্সেল টি এফ টি ডিসপ্লে। নোবাইলটিতে ব্যাবহার করা যাবে ২ টি ন্যানো সিম। মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। মোবাইলটিতে দেওয়া হয়েছে অক্টাকোর প্রসেসর যার সাথে ৪টি কোর ১.৬ গেগাহার্জ এবং বাকি ৪ টি ১.২ গেগাহার্জ এ দাড়িয়েছে। এছাড়া ও সাথে রয়েছে ৩ জিবি র্যাম। উক্ত আলোচনা নিয়ে আমরা বুঝতে পারি যে দারুন এক ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। এতে খুব হাই কনফিগারেশন এর গেম খেলা সহ ভাল মানের ভিডিও স্ট্রিমিং করতে কোন সমস্যাই হবেনা।
এবার আলোকপাত করা যাক মোবাইলটির ক্যামেরা নিয়ে:
জেড টি ই ব্লেড এ ৭ এস মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। মোবাইলটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যাবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং ৪ মেগাপিক্সেল এর একটি গৌণ সেন্সর ও ২ মেগাপিক্সেল এর একটি ৩য় সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ওয়াটারড্রপ স্টাইলের খাজের ভিতরে ৪ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইলটিতে রয়েছে ৬৪ জিবি এর অনবোর্ড স্টোরেজ। ৪ জি সমৃদ্ধ মোবাইলটিতে রয়েছে ৪.২ বুটুথ এবং ৩.৫ মিলিমিটার হেডফোন পোর্ট ও টাইপ সি ইউ এস বি পোর্ট।
জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যা ৪জি চলাকালীন ২৭ ঘন্টা পর্যন্ত টকটাইম। জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইলটির ওজন দেওয়া হয়েছে ১৬৪.৭x৭৭.৪x৮.২ মিলিমিটার পরিমাপ করে এবং ওজন মাত্র ১৭৯ গ্রাম।
সিকিউরিটি হিসেবে মোবাইলটিতে দেওয়া হয়েছে ফিংগারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক সহ অন্যান্য সব রকম সুযোগ সুবিধা।
এবার আলোচনা করা যাক মোবাইলটির মূল্য নিয়ে:
জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইলটির ৩জিবি + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯ ইউরো অর্থাৎ ১৩১০০ টাকা এবং এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এর সহজলভ্যতার কোনও তথ্য নেই।
জেড টি ই ব্লেড এ ৭ এস ২০২০ মোবাইলটি আপনি নিশ্চন্তে কিনতে পারেন। ফোনটি অনেক ভাল হবে।