২০২১ সালের শুরুতেই গালাক্সি এস২১ ডিভাইস উন্মোচন করতে পারে স্যামসাং। ডিভাইসটির ফিচার নিয়ে এরই মধ্যে বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে। এবার জানা গেল খোদ স্যামসাংয়েরই পুরনো মডেলের অনেক পরিধেয় ডিভাইস গ্যালাক্সি এস২১ স্মার্টফোনে কাজ করবে না। খবর গিজমো চায়না।
স্যামসাং মেম্বারস অ্যাপে আসা এক নোটিফিকেশন মারফত প্রথম এমন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। ওই নোটিফিকেশনে বলা হয়, দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির আসন্ন ডিভাইসটিতে স্যামসাং ব্র্যান্ডের কয়েকটি স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকার কাজ করবে না। স্যামসাংয়ের পুরনো পরিধেয় ডিভাইসে বিদ্যমান সেবার মান শুধু অ্যাপ আপডেটের ভিত্তিতে নিশ্চিত করা যাবে না। তাই নতুন স্যামসাং স্মার্টফোনে পুরনো পরিধেয় ডিভাইস ব্যবহার করা যাবে না।
প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি গিয়ার, গ্যালাক্সি গিয়ার ২, গ্যালাক্সি গিয়ার ২ নিও, গিয়ার এস, গিয়ার ফিট আসন্ন গ্যালাক্সি এস সিরিজের ডিভাইসটিতে কাজ করবে না। ব্যবহারকারীরা বর্তমানে বাজারে বিদ্যমান স্যামসাং স্মার্টফোনগুলোতে এ পরিধেয় ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন। গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা তিনটি সংস্করণে বাজারে ছাড়া হতে পারে স্যামসাংয়ের নতুন ডিভাইসটি।