নতুন বছরে বড় ধরনের আপগ্রেড আসছে ওয়াইফাই এ। নতুন আপগ্রেডে ওয়াইফাইয়ের ব্র্যান্ডকে উন্নীত করা হচ্ছে ৬ গিগাহার্জে। খবর প্রযুক্তি মাধ্যম ভার্জ।
আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শন করার কথা রয়েছে খ্যাতনামা ব্র্যান্ডের ‘ওয়াইফাই ৬-ই’ বান্ধব রাউটার ও স্মার্টফোন।
১৯৯৮ সালে চালুর পর দীর্ঘ ২২ বছরে এটাই প্রথম কোনো বড় ধরনের আপগ্রেড। যার প্রেক্ষিতে ওয়াইফাই ৬-ই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে চলতি বছর বাজারে আসতে যাওয়া নতুন হ্যান্ডসেট, ল্যাপটপ, টিভি, রাউটার ও ইলেকট্রনিক পণ্যগুলোতেও।
ইতোমধ্যে ৬ গিগাহার্জ ব্র্যান্ডের ওয়াইফাই ব্যবহারের অনুমতিতে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, চিলি ও সংযুক্ত আর আমিরাত। নতুন করে এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে কানাডা, জাপান, মেক্সিকো ও ব্রাজিলসহ আরও অনেক দেশ।
এদিকে ওয়াইফাইয়ের নতুন আপগ্রেডের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ওয়াইফাই ৬-ই। বর্তমানে প্রচলিত ২.৪ ও ৫ গিগাহার্জ ওয়াইফাই ডিভাইস স্পেকট্রাম ব্র্যান্ড সমর্থন করে। আর আপগ্রেড ওয়াইফাই চলবে ৬ গিগাহার্জে। ফলে আগের চেয়ে বহুগুণে বৃদ্ধি পাবে ইন্টারনেট ব্যবহারের কর্মক্ষমতা ও ডেটা রেট।