গত বছর থেকে গুঞ্জন যাচ্ছিলো যে নিজস্ব ফিটনেস ব্যান্ড নিয়ে কাজ করছে চীনা টেক জায়ান্ট ওয়ানপ্লাস। এদিকে কিছুদিন আগেই এবিষয়ে খোলাসা করে নিজিদের প্রথম ফিটনেস ব্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলো ওয়ানপ্লাস। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কনফার্ম করা হয়েছে ওয়ানপ্লাস ব্যান্ড এর লঞ্চ ডেট।
লঞ্চের আগেই ইতোমধ্যে ফ্লিপকার্ট ও অ্যামাজন ই-কমার্স ওয়েবসাইটে এই ব্যান্ড বিক্রি করা হবে। ইতিমধ্যেই অ্যামাজনের ওয়েবসাইটে একটি প্রোমো পেজ লাইভ করা হয়েছে, যেখানে ওয়ানপ্লাস ব্যান্ড এর বেশ কিছু গুগরুত্বপূর্ণ ফিচার হাইলাইটেড করা হয়েছে। যদিও ডিভাইজটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনো অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি, তবে টিপ্সটারদের মাধ্যমে লিক হওয়া কিছু তথ্য ইতোমধ্যে সামনে এসেছে।
রিউমার অনুসারে, OnePlus Band-এ থাকবে ১.১ ইঞ্চি টাচ ইনপুট সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে। ১৩ টি স্পোর্টস মোডের সাথে এতে আরও থাকছে রিয়েল টাইম হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের মাত্রা মনিটারিংয়ের জন্য SpO2 সেন্সর, ও স্লিপ মনিটারিং ফিচার। ওয়ানপ্লাসের আপকামিং এই ফিটনেস ব্যান্ডটিতে পানি ও ধুলো প্রতিরোধের জন্য আরও থাকছে IP68 রেটিং সমর্থন। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ব্যান্ড ডিভাইজটি এক চার্জে ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে।
অনলাইনে লিক হওয়া তথ্য অনুসারে, ভারতের বাজারে ওয়ানপ্লাস ব্যান্ড এর মূল্য নির্ধারণ করা হতে পারে ২,৪৯৯ রুপি (প্রায় ২,৯০০ বাংলাদেশী টাকার কাছাকাছি)। এই দামে এটি Mi Band 5 এর সাথে সরাসরি প্রতিদ্দ্বন্ধিতা করবে ওয়ানপ্লাসের ফিটনেস ব্যান্ডটি। এটি পূর্বে লঞ্চ হওয়া OPPO Band এর স্পেসিফিকেশন সহ আসতে পারে বলে মনে করা হচ্ছে।