টেক জায়ান্ট হুয়াওয়ের জন্য দুঃস্বপ্নের একটি বছর ছিলো ২০২০ সাল। মার্কিন নিষেধাজ্ঞার কবলে গত বছরের প্রথম তিনটি প্রান্তিক বেশ ভালোভাবে কাটালেও চতুর্থ এবং শেষ প্রান্তিকে বেশ বড় ধরনের ধ্বসের মুখে পড়ে হুয়াওয়ে। বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ এর প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের স্মার্টফোন বাজারের পরিসংখ্যান প্রকাশ করেছে।
রিপোর্ট অনুসারে, বরাবরের মতো অ্যাপল এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২০ সালের শেষ তিন মাসে অ্যাপল প্রায় ৯০ বিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। অন্যদিকে এ সময়ে Huawei Mate 40 সিরিজ লঞ্চ করার পরও সব মিলিয়ে মাত্র ৩৩ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। উল্লেখ্য, হুয়াওয়ের এই বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে তাদের সাবেক সাব-ব্র্যান্ড অনার এর স্মার্টফোনও অন্তর্ভুক্ত রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ এর মতে, গত ৬ বছরে প্রথমবারের মতো হুয়াওয়ে টপ ৫ এর তালিকা থেকে ছিটকে পড়েছে।
এমনকি মাত্র এক বছরের মধ্যেই ৪১ শতাংশ রাজস্ব হারিয়ে গ্লোবাল স্মার্টফোন বাজারে এখন হুয়াওয়ের অবস্থান এখন ৬ষ্ঠ। হুয়াওয়ের সামনে এখন রয়েছে অ্যাপল, স্যামসাং, অপ্পো, ভিভো এবং শাওমি। বিশ্লেষকদের মতে, হুয়াওয়ের এই পতন কেবলমাত্র মার্কিন নিষেধাজ্ঞা সরানোর মাধ্যমেই ঠেকানো সম্ভব। যদিও নিষেধাজ্ঞা আরোপকারী ট্রাম্প প্রশাসন সরে বাইডেন প্রশাসন এখন ক্ষমতায় এসেছে। তবে তারা এখনও এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি।