এইচ টি সি ব্র্যান্ড বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড যার মোবাইলগুলো বেশি জনপ্রিয় এবং পরিচিত। এইচ টি সি মোবাইল এবার একটি একদম লো বাজেটের ফোন তৈরি করল এবং সেই ফোনটি হল এইচ টি সি ওয়াইল্ডফায়ার ই লাইট। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই মোবাইলটির। চলুন একনজরে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৪৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৪০০ পিক্সেল।
বডিঃ
এই মোবাইলটির আয়তন হবে ১৪৭.৮৬X৭১.৪X৮.৯ মিলিমিটার। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।
হার্ডওয়্যার:
এইচ টি সি ওয়াইল্ডফায়ার ই লাইট এর চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ ২২ । সি পি ইউ থাকছে অক্টাকোর ২ গিগাহার্জ প্রসেসর। জিপি ইউ থাকছে আই এম জি পাওয়ার ভি আর জিই ৮৩২০০। এই ফোনটিতে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ফোন স্টোরেজ। উক্ত ফোনটিতে হাই রেজুলেশনের গেম খেলা এবং হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করা যাবে খুব সহজে। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। মোবাইলটি ৪জি বিশিষ্ট হবে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক,
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.২, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। এইচ টি সি ওয়াইল্ডফায়ার ই লাইট তে দেওয়া হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। যার দ্বারা ২৫ ঘন্টা টকটাইম এবং ২৫০ ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে।
ক্যামেরাঃ
এইচ টি সি ওয়াইল্ডফায়ার ই লাইট তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এর এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৫ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, ডিজিটাল জুম, প্যানোরামা, বোকেশ ইফেক্ট, পোরট্রেইট মোড, হাইব্রিড জুম, এ আই ক্যামেরা। এই সব ইফেক্ট থাকার কারণে ইউটিউব এর জন্য ভিডিও ও টিকটক এর ভিডিও বানানো যাবে। এবং তারা খুব সুবিধা পাবে।
এইচ টি সি ওয়াইল্ডফায়ার ই লাইট মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৭,৬৩০ রুপী। যার বাংলাদেশী মূল্য হবে ৮,৮৭৭ টাকা। কম বাজেটের ফোন অনুযায়ী ফোনটির অসাধারণ দেওয়া হয়েছে।