চীনা একটি স্টার্টআপ স্থানীয়ভাবে উন্নয়নকৃত দেশটির প্রথম কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম (ওএস) উন্মোচন করেছে। চীনের কোয়ান্টাম কম্পিউটার ‘হেফেই’-এর জন্য উন্নয়ন করা হয়েছে এ ওএস, যা কম্পিউটিং সক্ষমতা বাড়াবে বলে দাবি করা হচ্ছে। খবর সিজিটিএন।
চীনের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ওএসের নির্মাতা স্টার্টআপের নাম ‘অরিজিন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি কোম্পানি লিমিটেড’। ‘অরিজিন পাইলট’ নামের এ ওএস বিভিন্ন ধরনের কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহার করা যাবে। কোয়ান্টাম কম্পিউটার হলো বিশেষ ধরনের কম্পিউটার, যাকে বিভিন্ন ধরনের জটিল সমস্যার সমাধানে প্রশিক্ষিত করা যাবে। কোয়ান্টাম কম্পিউটার ক্ল্যাসিক কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত সমাধান দিতে সক্ষম।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, তাদের ওএস কোয়ান্টাম চিপের সক্ষমতার সঙ্গেও ভারসাম্য বজায় রাখতে সক্ষম। চাইনিজ একাডেমি অব সায়েন্সের কর্মকর্তা গু গুয়াংসেনের মতে, ওএসটি কোয়ান্টাম কম্পিউটারের গতি কয়েক গুণ বাড়াতে পারে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে কয়েক ডজন কোয়ান্টাম কম্পিউটার আছে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক ব্যবহার না হলে কোয়ান্টাম কম্পিউটারের কম্পিউটিং ক্ষমতা নষ্ট হতে পারে। কোয়ান্টাম কম্পিউটার হলো— সাধারণ বা প্রচলিত কম্পিউটার সিস্টেম থেকে অনেক শক্তিশালী।