তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি দেশের তথ্যপ্রযুক্তি খাতের অত্যন্ত পরিচিত মুখ, সফটওয়্যার প্রতিষ্ঠান “দোহাটেক নিউ মিডিয়ার” চেয়ারম্যান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, লুনা শামসুদ্দোহা দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন।
তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ট কর্মী হিসেবে তিনি একেবারে প্রথম থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন। সরকারের E-GP System সহ আরো
অন্যান্য প্রকল্পে লুনা শামসুদ্দোহার গুরুত্বপূর্ণ অবদান অস্বীকার্য।
আইসিটি প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালবেলা সিঙ্গাপুরে কোলন ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।