ব্যবহারকারীদের আলাদা করতে নতুন লেবেল নিয়ে হাজির হলো টু্ইটার। নতুন এই লেবেল সরকারি কর্মকর্তাদের আলাদাভাবে চিহ্নিত করবে। এই চিহ্নিতকরণের তালিকায় থাকবে বিশ্ব নেতাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, সরকার অধীনস্থ কোনও সংবাদসংস্থা, প্রতিষ্ঠান-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্পর্শকাতর অ্যাকাউন্টগুলো।
টুইটারের এই নতুন লেবেল প্রযোজ্য হবে চীন, রাশিয়া ও জি সেভেন দেশগুলো অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, আমেরিকা ও ব্রিটেনের উপরে। সঙ্গে রয়েছে আরও কয়েকটি দেশ।
এই নতুন লেবেল আনার পিছনে বা এই চিহ্নিতকরণ প্রক্রিয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে একটি ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে সমস্ত দেশে এই নতুন লেবেল প্রযোজ্য হবে, তাদের ক্ষেত্রে কিছু নিয়ম-নীতি থাকবে। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হল স্টেট লিঙ্ক অপারেশন সিস্টেম। অর্থাৎ কোনও প্রদেশ, রাজ্য বা দেশের সরকারের উচ্চ আধিকারিক, প্রধান ও প্রতিষ্ঠানগুলোর উপরে গুরুত্ব দেওয়া। কারণ এরাই দেশের তথ্য প্রবাহের অন্যতম স্তম্ভ। এক্ষেত্রে সাধারণ মানুষজনও অ্যাকাউন্টগুলো সম্পর্কে সচেতন হবে। তারা বুঝতে পারবেন কোথায় কাকে নিয়ে কী কথা বলা হচ্ছে!
টুইটারের এই লেবেল নিয়ে সংস্থার তরফে আরও জানানো হয়েছে, উপরে উল্লিখিত দেশগুলো ছাড়া কিউবা, ইকুয়েডর, ইজিপ্ট, হন্ডুরাস, ইন্দোনেশিয়া , ইরান, সৌদি আরব, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক, আরব আমিরশাহির সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও একই বিষয় চালু হবে।