এবার অত্যাধুনিক প্রযুক্তিতে উদযাপিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ওই দিন (২৬ মার্চ) মাথার ওপর বর্ণিল আলোকচ্ছ্বটা ছড়ানো ড্রোনের চক্কর দেখবেন ঢাকাবাসী। আকাশে ৪০০ থেকে ৪৫০ ফুট উপরে উঠে ৩০ মিনিটের বিভিন্ন শো উপস্থাপন করবে ড্রোনগেলো।
এরিয়ালের আতশবাজি মুক্ত আকাশে ছড়াবে আনন্দের ফানুস।
দুটি হেলিকপ্টারের মাধ্যমে প্রদর্শিত হবে ১ হাজার ফুট উপরে ৩ হাজার বর্গমিটার বিস্তৃত লেজার প্রজেকশন শো। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের অভ্যুদয় ও উন্নয়নের চিত্র প্রদর্শন করা হবে।
জাতীয় সংসদ প্লাজা বা হাতিরঝিলের ভাসমান মঞ্চে এ প্রদর্শনীর আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি প্রতিষ্ঠান ‘ইনসেপশন ৩৬০ লিমিটেড’ এ তিনটি শো বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে।