স্যামসাং গ্যালাক্সি এনস২১ সিরিজের সাথে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.০ এর আপগ্রেড ভার্সন, ওয়ান ইউআই ৩.১ কাস্টম ওএস লঞ্চ করেছিল। ফ্ল্যাগশিপ সিরিজের সাথে আনলেও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখন এই নতুন কাস্টম ওএস এর আপডেট বাজেট ফোনগুলিতেও পৌঁছে দিচ্ছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এম৩১এস এর রাশিয়া ও ইউক্রেনের ইউজাররা এই আপডেট পেতে শুরু করেছে। আজ থেকে ভারতেও এই আপডেট রোল আউট করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩১এস এর জন্য আসা অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ আপডেটের ফার্মওয়্যার ভার্সন M317FXXU2CUB1। এর ডাউনলোড সাইজ ১.৯৩ জিবি। এর সাথে ফোনটি ফেব্রুয়ারি মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবে।
এই নতুন আপডেটের পরস্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনে না তো কেবল অ্যান্ড্রয়েড ১১ এর ফিচার যুক্ত হবে, বরং নতুন ইন্টারফেস, ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্ট কন্ট্রোল, ডেডিকেটেড মিডিয়া প্লেয়ার উইজেট ও উন্নত স্টক অ্যাপের সুবিধা পাওয়া যাবে।
স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে এই আপডেট রোল আউট করা হবে। সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় ইউজার হন তাহলে আগামী সপ্তাহের মধ্যে এই আপডেট পেয়ে যাবেন বলে আমাদের অনুমান। আপনার ফোনে এই আপডেট এসেছে কিনা চেক করতে Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করুন।