স্মার্টফোন বিক্রিতে ধস নামায় শূকর খামারের আধুনিকায়নে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। বিবিসি বলছে, শূকরের খামারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠানটি। এআই প্রযুক্তি একই সঙ্গে শূকরের রোগ এবং রোগাক্রান্ত শূকরকে চিহ্নিত করবে।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে প্রতিটি শূকরকে আলাদাভাবে শনাক্ত করা যাবে। এ ছাড়া শূকরের ওজন, খাদ্যাভ্যাস ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য থাকবে আলাদা ডিভাইস।
মূলত চীন-যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক দ্বন্দ্বের বলি হুয়াওয়ে। জাতীয় নিরাপত্তার জন্য হুয়াওয়েকে হুমকি উল্লেখ করে নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৪২ শতাংশ কমেছে। শুধু তাই নয়, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের ফাইভজি অবকাঠামো উন্নয়ন থেকে বাদ পড়েছে চীনা এই প্রতিষ্ঠানটি।
ব্যবসায় ধস নামায় হুয়াওয়ে চলতি বছর ৬০ শতাংশ স্মার্টফোন উৎপাদন কমিয়ে আনতে পারে বলে জানিয়েছে বিবিসি। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি হুয়াওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, টিকে থাকতে অনেকটা বাধ্য হয়ে রাজস্বের অন্যান্য উৎস খুঁজছে প্রতিষ্ঠানটি। ক্লাউড কম্পিউটিং সার্ভিস, স্মার্ট ভেহিকলের পাশাপাশি স্মার্ট গাড়ি উদ্ভাবনেরও পরিকল্পনা করছে চীনা প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রচলিত শিল্পখাতের প্রযুক্তি উন্নয়নেও নজর দিয়েছে হুয়াওয়ে। যার মধ্যে শূকরের ফার্ম অন্যতম।
শূকর পালনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম চীন। দেশটিতে রয়েছে শূকরের বড় বড় বাণিজ্যিক খামার। বিশ্বের অর্ধেক জীবিত শূকরের বাসস্থান বলা হয় চীনকে।