বর্তমানে যোগাযোগের অন্যতম এক মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ১২০ কোটি মাসিক গ্রাহক রয়েছে জনপ্রিয় এই মাধ্যমটিতে। তবে হঠাৎ করেই বিশ্বজুড়ে দেখা দেয় হোয়াটসঅ্যাপ বিপর্যয়! কাজ করছে না হোয়াটসঅ্যাপ।
শুক্রবার রাত ১১.২৫ মিনিট থেকে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে ‘Downdetector’-র দাবি, রাত ১১.১০ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না। এমনকি ব্যবহারকারীরা WhatsApp Web-এ লগ ইন করতে পারছেন না। কাজ করছে না ইনস্টাগ্রামও। এর জেরে ভুক্তভোগী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য গ্রাহক।
বেশ কিছুক্ষণ পর রাত ১১.৫০ টা নাগাদ অবশেষে স্বাভাবিক হয়েছে পরিষেবা।
পরিষেবায় বিভ্রাটের পর থেকেই ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় মিম ব্যবহার করে সমস্যার মুখে পড়ার বিষয়টি জানাতে থাকেন। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে হোয়াটস্যাপ ডাউন।