বন্ধুদের সঙ্গে গেট টুগেদার ও নিজের প্রিয় প্রাণীর আনন্দের মুহূর্তকে ধরে রাখার জন্য ক্যামেরা একটি অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। আর এসব ছবির তাত্ক্ষণিক প্রিন্ট পেতে ইনস্ট্যান্ট ক্যামেরার কোনো বিকল্প নেই। হাতে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা থাকলে তোলা ছবি ডেভেলপ করতে মেমোরি কার্ডের ওপর নির্ভর করতে হয় না। সঙ্গে সঙ্গেই ছবির ডেভেলপ কপি বের হয়ে আসে ক্যামেরা থেকে।
বর্তমানে জাপানিজ ফুজি ফিল্মের ইনটেক্স ওয়াইড ৩০০ মডেলের ক্যামেরাটি ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে ২২ ডলার কম দামে। ফলে ক্যামেরাটির বর্তমান দাম দাঁড়াচ্ছে ৭৫ ডলার। ক্যামেরাটির ব্যবহারও খুব সহজ। মাত্র কয়েকটি সেটিংসেই এর ছবি তোলার সব পদ্ধতি অন্তর্ভুক্ত করা আছে। পাশাপাশি সেলফি তোলার জন্যও এতে রয়েছে একটি ক্লোজ আপ লেন্স। লো-লাইটে ছবি তোলার জন্য রয়েছে স্বয়ংক্রিয় ফ্ল্যাশ। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ফোকাল জুম ডায়াল ও ট্রাইপড সেটিংস সিস্টেম।
ক্যামেরাটির ইনটেক্স ওয়াইড ফিল্মের দ্বারা আয়তাকার আকৃতির ছবির চেয়ে আরো ভালো ডিটেইলসে বর্গাকৃতির ছবি তোলা যাবে বলে জানায় ফুজি। ম্যাশেবল