আসুস ল্যাপটপ হাই বাজেটের ও উন্নত কনফিগারের ল্যাপটপ নিয়ে এসেছে আমাদের মাঝে এবং সেই ল্যাপটপটি হল আসুস জেনবুক প্রো ডুও ১৫। এই ল্যাপটপটি বেশ ব্যয়বহুল একটি ল্যাপটপ। নিয়মিত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এই ল্যাপটপটি। এক নজরে দেখে নেওয়া যাক এই ল্যাপটোপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস জেনবুক প্রো ডুও ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৮৪০X২১৬০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৩৪ কেজি এবং এর আয়তন দেওয়া হয়েছে ৩৫.৯৮X২৪.৯২X২.১৫ সেন্টিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৯ ১০ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৩২ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৭০, ইন্টেল ইউ এইচ ডি গ্রাফিক্। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি এর এস এস ডি। উক্ত ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ২.৪ গিগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। আসুস জেনবুক প্রো ডুও ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে ৮ সেল এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ব্যাকলাইট কিবোর্ড, এইচ ডি ওয়েব ক্যামেরা ও অসাধারণ মাইক্রোফোন যেগুলো একটি ভালমানের ল্যাপটপের জন্য আবশ্যক। গেমিং এর জন্য ও ভাল সুবিধা মিলবে এই ল্যাপটোপটিতে। ল্যাপটপটি আমার খুব ভাল লেগেছে।
আসুস জেনবুক প্রো ডুও ১৫ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ২,৫০,০০০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২,৮৯,০৫০ টাকা।