হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে অ্যাপল আনল নতুন ডিভাইস। নাম এয়ারট্যাগস। এটি মূলত একটি ট্রেকিং ডিভাইস।যার সাহায্যে আপনি হারিয়ে যাওয়া যে কোনও জিনিস খুঁজে পেতে পারেন, খুবই সহজে।
অনেক সময় বাড়িতে দেখা যায়, কোনও জরুরি চাবি হারিয়ে গেলে আমাদের হন্যে হয়ে খুঁজতে হয়। সেরকম কাণ্ড হলে খুবই কাজে আসবে অ্যাপলের এয়ারট্যাগস।
ডিভাইসটি ব্যাটারি লাইফ দীর্ঘ। আপনাকে একটি ব্যাটারি অন্তত এক বছর সার্ভিস দিতে পারবে। আবার এই ব্যাটারি আপনি রিপ্লেস করতে পারবেন। ঠিক যে ভাবে, যে কোনো রিমোট কন্ট্রোলের ব্যাটারি বদল করা হয়।
ছোট্ট এই ডিভাইস যে কোনও জিনিসের সঙ্গে ঝুলিয়ে দেওয়া যাবে। পরে সেই জিনিস হারিয়ে গেলে, তা মোবাইলের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। এয়ারট্যাগস কোনও জিনিসের সঙ্গে ঝুলিয়ে রাখলে, তা সব সময়ই অন্য অ্যাপল ডিভাইসের সঙ্গে কানেকটেড থাকবে। কখনও তা হারিয়ে গেলে স্মার্টফোন থেকে এক লহমায় খুঁজে পাওয়া যাবে।
ডিভাইসটির দাম ২৯ মার্কিন ডলার।