আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন আপডেট (আইওএস ১৪.৫) এনেছে অ্যাপল। নতুন আপডেটের কারণে চাইলেই ব্যবহারকারীরা অ্যাপগুলোর ট্র্যাকিং অপশন বন্ধ করতে পারবে।
সোমবার সকাল থেকে কানাডার আইফোন ব্যবহারকারীরা আপডেট করে ’অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ নামে নতুন সুবিধা পাচ্ছেন। খুব শিগগিরই বাংলাদেশসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
সাধারণত অ্যাপগুলো ব্যবহারকারীর অবস্থান ও পরিচিতিমূলক বিভিন্ন তথ্য ট্র্যাক করা হয়। স্বয়ংক্রিয়ভাবে এসব তথ্য তৃতীয় পক্ষের (অ্যাপ নির্মাতা) কাছে চলে যায়। অনেক ব্যবহারকারী ব্যাপারটি নিয়ে অস্বস্তিতে থাকেন। নতুন আপডেটে এসব ট্র্যাকিং বন্ধ করার সুযোগ পেয়ে অনেক অ্যাপলপ্রেমী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ডেটা সিকিউরিটি ফার্ম সফোসের প্রধান বৈজ্ঞানিক গবেষক চেস্টার উইসনিস্কি অ্যাপলের আপডেটের প্রতিক্রিয়ায় বলেন, ব্যবহারকারীদের জন্য এটি খুব ভালো খবর।
আইওএস-এর সর্বশেষ আপডেটে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এর আগের আপডেটের ভুলগুলোর সমাধাণ করা হয়েছে।