বাংলাদেশকে ডিজিটাল বিপ্লবের দিকে নিয়ে যেতে যে কয় জন মানুষ নিরলস পরিশ্রম করে গেছেন তাদেরই একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক ও নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় ডিজিটাল বিপ্লবের সিপাহ-সলার ভূমিকা পালন করেছেন দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এই সাংসদ। বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের এই সিপাহ-সলার ৪২তম জন্মদিন আজ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ১৯৮০ সালের ১৭ মে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ।
জুনাইদ আহমেদ পলক ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ (বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত) থেকে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তাঁর স্ত্রীর নাম আরিফা জেসমিন (কনিকা)। এ দম্পতির তিন সন্তান। তারা হলো অপূর্ব অর্জন আর অনির্বাণ।
বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদানুসরণ করে জুনাইদ আহ্মেদ পলক ২০ বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মাত্র ২৮ বছর বয়সে নাটোর-৩ (সিংড়া) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
এরপর ২০১৪ সালে তিনি আবারো একই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনা সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে অদ্যবধি দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহ্মেদ পলক ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি Young Bangla ও CRI এর অন্যতম কান্ডারী। ২০১৮-তে বৈশ্বিক নীতি নির্ধারণী সংস্থা আ্যাপলিটাকল এ প্রকাশ করা হয় “ডিজিটাল গভর্নমেন্টে’’ বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা। সেই তালিকাতে স্থান পান বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের সিপাহ-সলা জুনাইদ আহমেদ পলক।