শেরপুরে জেলা ব্র্যান্ডিং “পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে” কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন. সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের জন্য জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীকনদের সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ই জুলাই) একসেস টু ইনফরমেশন (এটুআই) এর আয়োজনে জেলা প্রশাসন শেরপুর এর সার্বিক সহযোগীতায় কর্মশালা টি অনুষ্ঠিত হয়েছে। মুক্তাদিরুল আহমেদ, এডিসি জেনারেল, শেরপুরের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন মো. মোমিনুর রশিদ জেলা প্রশাসক শেরপুর, মো. সামছু্জ্জামান প্রজেক্ট ডিরেক্টর, এটুআই, আবু তাহের মুহাম্মদ জাবের, পরিচালক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ড. আব্দুল মান্নান অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এটুআই, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মন্ত্রী পরিষদ যুগ্ন সচিব সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং উদ্যোক্তারা।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মো. মোমিনুর রশিদ। ড. আব্দুল মান্নান, ব্র্যান্ডিং এর বিভিন্ন ধারণা উপস্থাপন করেন এবং বাস্তবায়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গত তিন বছরের জেলা ব্র্যান্ডিং এর অগ্রগতি পর্যালোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা দেয়। জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তা এবং আগ্রহীদের প্রশিক্ষণের মাধ্যমে ট্যুরিস্ট গাইড পেশার উপযোগী করার আশ্বাস দেন আবু তাহের মুহাম্মদ জাবের।
জেলা ব্র্যান্ডিং তুলশীমালা চাল সরকারি ই-কমার্স মার্কেট প্লেস একশপের মাধ্যমে ব্র্যান্ডিং ও বিক্রির প্রক্রিয়া হাতে কলমে প্রশিক্ষণ দেয় এটুআইয়ের কর্মকর্তারা। “পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে” শেরপুর জেলা ব্র্যান্ডিং কে ফলপ্রসূ এবং টেকসই করতে বিভিন্ন করণীয় পরামর্শ উঠে আসে কর্মশালায়।