দেশের সরকারি লাইব্রেরী সমূহ ডিজিটালাইজেশন করার বিষয়ে এক আলোচনা সভা আজ রাতে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ , বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ,গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক (প্রশিক্ষণ) মো :এনামুল কবিরসহ তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় দেশের ৭১টি সরকারি গ্রন্থাগার ডিজিটালাইজ করার বিষয়ে গৃহীত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্রুততম সময়ে এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। সভায় জানানো হয় জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর জাতি গঠনে দেশের লাইব্রেরী সমূহের ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন কার্যক্রম।