অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা একটি বিপজ্জনক অ্যাপের বিষয়ে সতর্ক থাকুন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন একটি বিপজ্জনক ম্যালওয়্যার ডিভাইসে ঢুকে সব তথ্য চুরি করছে। বিশেষজ্ঞরা এই ম্যালওয়্যারটির নাম দিয়েছেন ‘ভুলটুর’।
ডিভাইসের স্ক্রিনে আসা প্রতিটি তথ্য রেকর্ড করে ভুলটুর। অর্থাৎ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে সার্চ হিস্ট্রি ও আপনার ব্যক্তিগত মেসেজ রেকর্ড করে এই ম্যালওয়্যার। এমনকি এটি আপনার সোশ্যাল মিডিয়ার গতিবিধিও লক্ষ্য করে।
অন্যান্য ম্যালওয়ার ভুয়া ওয়েবসাইট বা অন্য মাধ্যমে তথ্য চুরি করে। কিন্তু ভুলটুর সরাসরি ব্যবহারকারীর ডিভাইসের স্ক্রিন রেকর্ড করে। আর তার ফলে অনলাইন লেনদেন করলেই অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে যায়। অর্থাৎ আপনি সঠিক ওয়েবসাইটে লগ ইন করলেও অ্যাকাউন্ট ডিটেলস চুরি হতে পারে।
সাইবার সিকিউরিটি ফার্ম থ্রেট ফেব্রিকের বিশেষজ্ঞরা একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, মার্চের শেষের দিকে এই ম্যালওয়্যারের হদিশ মেলে। এটি ব্রুনহিল্ডা ড্রপার নেটওয়ার্কের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে জানান তারা
গুগল প্লে-স্টোরের একটি অ্যাপের মাধ্যমে এটি মূলত বিভিন্ন ডিভাইসে পৌঁছে গেছে। অভিযুক্ত অ্যাপের নাম ‘Protection Guard’। যদিও গুগল এই অভিযুক্ত অ্যাপকে এখন প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে।